৩,০০০/= টাকার মধু পাচ্ছেন – ২,০০০/= টাকায়। মেগা অফারে। দ্রুত অর্ডার করুন স্টক সীমিত
এরপর প্রত্যেক ফল হতে আহার কর, অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ কর [১] ওর উদর হতে নির্গত হয় নানা রঙের পানীয় [২] যাতে মানুষের জন্য রয়েছে রোগমুক্তি [৩] অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।
হাদিসের এক বর্ণনায় এসেছে, ‘আব্দুলাহ্ ইব্ন মাসঊদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা. বলেছেন, ‘তোমরা কোরআন ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে’। (ইব্ন মাজাহ, আস-সুনান, খ. ২, পৃ. ১১৪২, হাদিস নং-৩৪৫২)
আমাদের উচিত, কোরআন-হাদিসের নির্দেশনা পালনার্থে সাধ্যমতো খাঁটি মধু সেবন করা